নেত্রকোনা-মদন সড়কের বয়রাহালা সেতুর এপ্রোচ দখল করে ঘর নির্মাণ করছেন এক ব্যক্তি। এর আগে একই স্থানে দুই বার ঘর নির্মাণ করার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।কিন্তু শুক্রবার (১০ মে) সরকারি বন্ধের দিন সু-কৌশলে সরকারি জায়গায় দখল করে মজনু নামের ওই ব্যক্তি পুণরায় ঘর নির্মাণ করছেন। এ নিয়ে এলাকায় নানা সমালোচনার সৃষ্টি হয়েছে।স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, এ বছর মদন-নেত্রকোনা সড়কের মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের বয়রাহালা নদীতে একটি সেতু নির্মাণ করা হয়। সেই সেতুর এপ্রোচ দখল করে কয়েকবার ঘর নির্মাণের চেষ্টা করেন জয়পাশা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মজনু মিয়া। দুই দফা সরকারি জায়গায় ঘর নির্মাণ করতে চাইলে উপজেলা প্রশাসন তা বন্ধ করে দেন। দুইবার ঘর নির্মাণে চেষ্টা ব্যর্থ হলেও শুক্রবার সরকারি বন্ধের দিনে সু-কৌশলে ঘর নির্মাণ করছেন মজনু মিয়া।শুক্রবার দুপুরে সরেজমিনে গেলে দেখা যায়, বয়রাহালা নদীর পশ্চিমপাড়ের উত্তর অংশে এপ্রোচে মাটি দিয়ে ঘর নির্মাণ করা হচ্ছে। ঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে।এ সময় স্থানীয় লোকজন জানান, আরও দুই বার সরকারি জায়গা দখলে নিয়ে ঘর নির্মাণের চেষ্টা করে ব্যর্থ হন মজনু। কিন্তু আজ কৌশলে ঘর নির্মাণ করছেন।জানতে চাইলে ঘর নির্মাণকারী মজনু মিয়া জানান, আরো দুইবার ঘর করতে চাইলিাম কিন্তু পারিনি। এবার ইউএনও স্যারের অফিসের লোকজনের সঙ্গে কথা বলেই ঘর করতাছি।এ ব্যাপারে নেত্রকোনা সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌলশী পার্থ প্রতীম মিত্র জানান, এরআগেও সেতুর এপ্রোচ দখল করে ঘর নির্মাণের চেষ্টা করা হয়েছিল। সে সময় বাধা দেওয়ায় আর ঘর নির্মাণ করতে পারেনি। পুণরায় ঘর নির্মাণের বিষয়টি জানা নেই। আবার ঘর নির্মাণ করলে খোঁজ নিয়ে ব্যবস্থা নিব।মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আলম মিয়া জানান, সেতুর এপ্রোচ দখল করে ঘর নির্মাণের বিষয়টি শুনেছি। এর আগেও ঘর নির্মাণের চেষ্টা করেছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
মদন সড়কে বয়রাহালা সেতুর এপ্রোচ দখল করে ঘর নির্মাণ
-
নেত্রকোনা প্রতিনিধি - আপডেট সময় : ০৫:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
- ।
- 219
জনপ্রিয় সংবাদ

























