আগামী ২১ মে ২০২৪ খ্রিঃ তারিখ অনুষ্ঠিতব্য শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ (দ্বিতীয় ধাপ) উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্তে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন, পিপিএম-সেবা।
তিনি, নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী ডিউটিতে নিয়োজিত উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
নির্বাচনে ভোট প্রদানে বাধা প্রদান, জাল ভোট বা প্রভাব খাটানো সহ কেউ নাশকতার পরিকল্পনা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা সহ কোনো পুলিশ সদস্য যদি অসৎ ও অনিরেপক্ষ আচরণ করেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি করেন।
এছাড়াও পুলিশ সুপার মহোদয় নির্বাচন কমিশন ন্যস্ত দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা সহ অপারেশনাল গিয়ার সামগ্রী ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

























