ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে ৩ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে শুরু হয়েছে নজরুল জয়ন্তী।
বৃহস্পতিবার সকালে পৌরসভার দরিরামপুরে জেলা প্রশাসকের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটরিয়ামে ২৩, ২৪ ও ২৫ মে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবং কবির বাল্য স্মৃতিবিজড়িত সরকারি নজরুল একাডেমি মাঠে বসেছে মেলা।

তিনদিন ব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান এমপি। ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মুহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ, ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ (বাবেল), ত্রিশাল আসনের সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান, ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য নিলুফার আনজুম পপি। স্মারক বক্তৃা ছিলেন বিশিষ্ট লেখক ও নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ।


























