উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে।
আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ অনেকটা বেড়েছে। গতকাল রাত থেকে কুয়াকাটায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় রিমাল গত মধ্যরাতে পায়রা সমুদ্র বন্দর থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করেছিলো। উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এছাড়া পটুয়াখালী সহ দেশের ১৫ জেলায় স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে পাঁচ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। তাই পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ১০ নাম্বার মহা বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।
























