০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট ছাড়া নির্বাচনী সরঞ্জাম বিতরণ

তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্যালট পেপার ছাড়া ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার প্রমুখ।

 

এসব জিনিসপত্র প্রিজাইডিং কর্মকর্তার উপস্থিতিতে নির্ধারিত কেন্দ্রের দায়িত্বশীল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জিম্মায় দেওয়া হয়েছে। তারা সেসব সরঞ্জাম নিয়ে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন কেন্দ্রে।

 

সরেজমিন তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদের জন্য নির্ধারিত ভেন্যু পবা উপজেলা ঘুরে দেখা গেছে, উপজেলার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে রিকুইজিশন করা বাস। ভেতরে বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি। আছেন আনসারসহ অন্যান্য বাহিনী ও সংস্থার সদস্যরা। সেখানে ভেতরে ব্যালট বাক্স বুঝিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রের দায়িত্বশীলদের। সেসব মালামাল সংগ্রহ করে বাসে তুলে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা করেছেন তারা।

 

এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পবা ও মোহনপুর উপজেলায় ২৯ মে সকাল ৮টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।

 

পবা উপজেলা পরিষদ নির্বাচনে ৮৪ টি কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৬০ হাজার ৮৩৮ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩০ হাজার ৯০১ জন ও মহিলা এক লাখ ২৯ হাজার ৯৩৪ জন এবং হিজড়া ৩ জন।

জনপ্রিয় সংবাদ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট ছাড়া নির্বাচনী সরঞ্জাম বিতরণ

আপডেট সময় : ০৫:৩৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্যালট পেপার ছাড়া ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার প্রমুখ।

 

এসব জিনিসপত্র প্রিজাইডিং কর্মকর্তার উপস্থিতিতে নির্ধারিত কেন্দ্রের দায়িত্বশীল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জিম্মায় দেওয়া হয়েছে। তারা সেসব সরঞ্জাম নিয়ে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন কেন্দ্রে।

 

সরেজমিন তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদের জন্য নির্ধারিত ভেন্যু পবা উপজেলা ঘুরে দেখা গেছে, উপজেলার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে রিকুইজিশন করা বাস। ভেতরে বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি। আছেন আনসারসহ অন্যান্য বাহিনী ও সংস্থার সদস্যরা। সেখানে ভেতরে ব্যালট বাক্স বুঝিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রের দায়িত্বশীলদের। সেসব মালামাল সংগ্রহ করে বাসে তুলে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা করেছেন তারা।

 

এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পবা ও মোহনপুর উপজেলায় ২৯ মে সকাল ৮টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।

 

পবা উপজেলা পরিষদ নির্বাচনে ৮৪ টি কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৬০ হাজার ৮৩৮ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩০ হাজার ৯০১ জন ও মহিলা এক লাখ ২৯ হাজার ৯৩৪ জন এবং হিজড়া ৩ জন।