রাজধানী ভাটার এলাকা থেকে জাল টাকা বিদেশী বিয়ার ও বহনকারী একটি প্রাইভেটকার সহ একজন(০১) কে আটক করেছে র্যাব-০১।মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা।এ সমস্যা ক্রমশঃ বিস্তৃত হচ্ছে ব্যক্তি হতে পরিবার,পরিবার হতে সমাজে,সমাজ হতে রাষ্ট্রে।“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”এই স্লোগানে উজ্জীবিত হয়ে র্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে।
অদ্য ৩০ মে ২০২৪ ইং তারিখ আনুমানিক ভোররাত ০৪:০৫ ঘটিকার সময় র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে যে,ঢাকা মহানগরীর ভাটারা থানাধীন এলাকায় একটি চক্র মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় সহ জাল টাকা তৈরি করে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঢাকা মহানগরীর ভাটারা থানাধীন হাউজ#২১,মাদানী এভিনিউ,সাঈদনগর,পূর্ব ভাটারা,ব্রাদার্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামীয় দোকানের সামনে পাকা রাস্তা উপর অভিযান পরিচালনা করে জালনোট তৈরী ও মাদক ব্যবসায়ী মোঃ সাইদুল ইসলাম সাগর (২৯), পিতা- মোঃ মোবারক মিয়া, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর,জেলা-ব্রাহ্মনবাড়িয়া’কে গ্রেপ্তার করে।এসময় ধৃত আসামীর নিকট হতে দেশীয় তৈরী ২৩৪ ক্যান (৭৭ লিটার) বিয়ার, ৯৬,০০০ বাংলাদেশী জাল টাকা, ০১টি মোবাইল ফোন,০১টি প্রাইভেটকার এবং নগদ- ৫৫০/-টাকা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আসামী মোঃ সাইদুল ইসলাম সাগর মূলত দীর্ঘদিন যাবৎ জাল টাকা এবং মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে স্বীকার করে।উদ্ধারকৃত বিয়ার,জাল টাকা ও গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





















