সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে একটি চক্র ভূয়া পুলিশ সদস্যের পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড করে আসছে।র্যাব সব সময়ই এই ধরনের দুষ্কৃতকারীদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তৎপর।বিশ্বস্ত সূত্রে জানা যায় যে,কতিপয় ব্যক্তি পুলিশের পোশাক পরে(চাঁদাবাজি)বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করছে।
অদ্য ৩০ মে ২০২৪ ইং তারিখ সকাল আনুমানিক ১২:০০ ঘটিকায় র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে গড়গড়িয়া মাস্টার বাড়ী গীলারচালাস্থ কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে খালি জায়গার উপর একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কতিপয় সক্রিয় সদস্য ডিবি পুলিশ পরিচয়ে জ্যাকেট পরিধান ও ডিবি পুলিশের ছদ্মবেশ ধারন করে স্থানীয় মানুষদের নিকট হইতে ইতোপূর্বে পুলিশী ভয়ভীতি প্রদর্শন করে টাকা পয়সা ইত্যাদি আদায় করতেছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ পরিচয়দানকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের দলনেতাসহ ০৩ জন সক্রিয় সদস্য গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন,১) মোঃ ফারুক হোসেন(৫৫),পিতা- মৃত নজরুল ইসলাম, মাতা-ফাতেমা বেগম,জেলা-দিনাজপুর,২) মোঃ আলাউদ্দিন(৪৪) পিতা-মৃত আছের আলী,মাতা-মৃত আলেয়া বেগম,জেলাঃ সিরাজগঞ্জ ৩) মোঃ রুবেল হোসেন(৩৪) পিতা- মৃত লিয়াকত আলী,মাতা-মোছাঃ রোকেয়া বেগম,জেলা-নড়াইল।
গ্রেপ্তারকৃতদের নিকট হতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার কাজে ব্যবহৃত ০২ টি ডিবি জ্যাকেট,০১টি খেলনা ওয়াকিটকি সেট,ওয়াকিটকি রাখার জন্য ০১ টি মোবাইল কেস, ০১টি নোটবুক,০৩টি মোবাইল সেট,০২টি হাত ঘড়ি,০১টি ড্রাইভিং লাইসেন্স এবং নগদ ২,২০০/-টাকা উদ্ধার করা হয়।






















