মাদারীপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুবোধ কুমার দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কামরুল হাসান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দিবস রঞ্জন বাকচী, কালকিনি প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: জুলফিকার আলী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিজভী আহমেদ সবুজ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আ: রাজ্জাক, ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খামারী এ্যাডভোকেট সোহাগ খান, বিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্যরা।
‘‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহায’’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে জেলার প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে দুধপান করানো হয়। এতে সহযোগিতা করেছে মিল্কভিটা।

























