জামালপুর সদরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন।
রবিবার (৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী ফকির, সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইসলাম রিটা, সদর থানার অফিসার ইনচার্জ মো. মোহাব্বত কবির, সহকারী ভুমি কমিশনার মো. শিহাবুল আরিফ, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.উত্তম কুমার, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. হালিমা খাতুন, সাংবাদিক লুৎফর রহমান, রানাগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, শিল্পকলা একাডেমির সদস্য প্রভাষক তারিকুল ফেরদৌস প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে সদরে বসবাসরত আদিবাসী, বিভিন্ন অফিসের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিল।

























