০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাত পোহালেই বানারীপাড়ায় উপজেলা নির্বাচন

বরিশালের বানারীপাড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন।৫ই জুন সকাল থেকে ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৪৭টি  কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠান চলবে।বিগত নির্বাচনের তুলনায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীক ছাড়া সতন্ত্র প্রতীকে ভিন্ন আঙ্গিকে হতে যাচ্ছে।
বানারীপাড়ায় বর্তমান উপজেলা চেয়ারম্যান দোয়াত কলম প্রতীকে আলহাজ্ব গোলাম ফারুক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোটরসাইকেল প্রতীকে এড্য. মাওলাদ হোসেন সানা চেয়ারম্যান পদে লড়বেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে লড়বেন নুরুল হুদা তালুকদার(উড়োজাহাজ), শরীফ উদ্দিন আহমেদ কিসলু(তালা), রাতাদ সুমন(টিউবওয়েল),সুলতান শিকদার(চশমা), আজিজুল হক দুলাল বালী(মাইক), ইকবাল হোসেন(বই)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজনীন হক মিনু(ফুটবল),বিলকিস খলিল(পদ্মফুল),নাজনিন জাহান পলি(হাঁস), সাবিনা ইয়াসমিন(কলস), ঝুমুর সেরনিয়াবাত(প্রজাপতি) ভোট যুদ্ধে লড়বেন। এদিকে সুশীল সমাজ সন্দিহান দলীয় প্রতীক না থাকায় দুইজন আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে দেখা দিয়েছে বিভাগ। পচ্ছন্দের প্রার্থীকে জয়ী করতে বাড়ছে সহিংসতা এবং প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে প্রশাসন কিছুটা বিপাকে। এদিকে এক প্রশ্নের জবাবে আলহাজ্ব গোলাম ফারুক বলে, আমি শান্তিপূর্ণ নির্বাচন চাই।জনগণ চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিশ্চয়ই আমাকে বিজয়ী করবে। এড্য.মাওলাদ হোসেন সানার কাছে জানতে চাইলে তিনি জানান, বানারীপাড়ার মানুষ পরিবর্তন চায়।
জনপ্রিয় সংবাদ

রাত পোহালেই বানারীপাড়ায় উপজেলা নির্বাচন

আপডেট সময় : ০৭:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
বরিশালের বানারীপাড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন।৫ই জুন সকাল থেকে ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৪৭টি  কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠান চলবে।বিগত নির্বাচনের তুলনায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীক ছাড়া সতন্ত্র প্রতীকে ভিন্ন আঙ্গিকে হতে যাচ্ছে।
বানারীপাড়ায় বর্তমান উপজেলা চেয়ারম্যান দোয়াত কলম প্রতীকে আলহাজ্ব গোলাম ফারুক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোটরসাইকেল প্রতীকে এড্য. মাওলাদ হোসেন সানা চেয়ারম্যান পদে লড়বেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে লড়বেন নুরুল হুদা তালুকদার(উড়োজাহাজ), শরীফ উদ্দিন আহমেদ কিসলু(তালা), রাতাদ সুমন(টিউবওয়েল),সুলতান শিকদার(চশমা), আজিজুল হক দুলাল বালী(মাইক), ইকবাল হোসেন(বই)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজনীন হক মিনু(ফুটবল),বিলকিস খলিল(পদ্মফুল),নাজনিন জাহান পলি(হাঁস), সাবিনা ইয়াসমিন(কলস), ঝুমুর সেরনিয়াবাত(প্রজাপতি) ভোট যুদ্ধে লড়বেন। এদিকে সুশীল সমাজ সন্দিহান দলীয় প্রতীক না থাকায় দুইজন আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে দেখা দিয়েছে বিভাগ। পচ্ছন্দের প্রার্থীকে জয়ী করতে বাড়ছে সহিংসতা এবং প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে প্রশাসন কিছুটা বিপাকে। এদিকে এক প্রশ্নের জবাবে আলহাজ্ব গোলাম ফারুক বলে, আমি শান্তিপূর্ণ নির্বাচন চাই।জনগণ চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিশ্চয়ই আমাকে বিজয়ী করবে। এড্য.মাওলাদ হোসেন সানার কাছে জানতে চাইলে তিনি জানান, বানারীপাড়ার মানুষ পরিবর্তন চায়।