করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এ স্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে রেলী ও আলোচনা সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার (৫ জুন) ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর,উপজেলা কৃষি অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ,বীর মুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র সরকার ও ইউপি সদস্য শফিক মিয়া প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা পরিবেশের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস।

























