শেরপুরে সুঁইয়ের মাধ্যমে মাদক গ্রহণকারী এবং তাদের যৌনসঙ্গীদের জন্য সমন্বিত এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম বিষয়ে জেলা পর্যায়ে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন অফিস ও কেয়ার বাংলাদেশের উদ্যোগে জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আকরামুল হোসেন, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন।
সভায় জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য ব্যক্তিবর্গ ও কেয়ার বাংলাদেশ এনজিও সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় মাদকদ্রব্যের কুফল ও এইচআইভি প্রতিরোধের বিভিন্ন বিষয় প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করে এইচআইভি রোধে সকলকে সচেতন করার আহ্বান জানান হয়।






















