রংপুরের পীরগঞ্জে তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে পীরগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। গত বৃহ¯পতিবার বিকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহীল বাকী বাবলুর সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়। পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কুমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বড়আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক স¤পাদক সাংবাদিক সরওয়ার জাহান, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল ইসলাম রিপন, জেলা পরিষদের সাবেক সদস্য রিয়াজুল ইসলাম রনি, আওয়ামী যুবলীগ নেতা ফিরোজ আলম, পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক সাগর, প্রেসক্লাবের সহ সভাপতি শাহ মো. সাদা মিয়া, যুগ্ম স¤পাদক হাসান আলী প্রধান, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ স¤পাদক সরকার মাজহারুল মান্নান প্রমুখ। এসময় হামলার শিকার মাইটিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মিনহাজুল ইসলাম মিলন ও বায়ান্নর আলোর সংবাদদাতা মিফতাহুল ইসলাম ওই দিনের লোমহর্ষক ঘটনার বর্ননা দেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বক্তাগণ বলেন, ভেজাল গো-খাদ্য তৈরির মূল হোতা চতরা মহিলা কলেজের প্রভাষক জিয়াউর রহমান জিয়া মন্ডলকে দ্রুত গ্রেফতার, গুদামে রক্ষিত মালামাল জব্দ ও প্রতিষ্ঠান সিলগালা করতে হবে।
শিরোনাম
পীরগঞ্জে তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৮:০৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
- ।
- 120
জনপ্রিয় সংবাদ





















