০২:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
কক্সবাজারে একরাতে দুই খুন

দ্বিতীয় বিয়ের অভিযোগে হারুন হত্যা,ছিনতাইকারীর হাতে প্রাণ গেল  নূরুল কাদেরের 

কক্সবাজার শহরে দ্বিতীয় বিয়ের অভিযোগ এনে স্বামী হারুনুর রশীদকে হত্যা করার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রী রহিমার বিরুদ্ধে। এ ঘটনার পর স্ত্রী পলাতক রয়েছে।
অপরদিকে নব বিবাহিত স্ত্রীকে নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে যান নুরুল কাদের। ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত হয়ে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
৯ জুন, রোববার, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলাতলী সমুদ্রসৈকতের বেলি হ্যাচারী পয়েন্টে নুরুল কাদের নামে এক হোটেল কর্মচারী তার নববিবাহিত স্ত্রীকে নিয়ে সমুদ্রে বেড়াতে যান। স্ত্রী তছলিমা বেগম জানান, কিছু বুঝে উঠার আগেই হঠাৎ ৪ জন ছিনতাইকারি এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার স্বামীকে। আর মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
কক্সবাজারের কলাতলীর তারকা মানের হোটেল বেষ্ট ওয়েস্টার্ন হ্যারিটেইজ এ একই সাথে কর্মরত ছিলেন এই নব দম্পতি।
নিহত নুরুল কাদের (২৩) চকরিয়া উপজেলার বড়ইতলী, ৪ নম্বর ওয়ার্ড উত্তরপাড়ার বাসিন্দা ইব্রাহীমের ছেলে।
অপর ঘটনাটি,  রাত ৮ টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় দ্বিতীয় বিয়ের অভিযোগ এনে স্বামী হারুনুর রশীদকে হত্যা করার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রী রহিমার বিরুদ্ধে। গত সপ্তাহখানেক আগে বিদেশ থেকে আসেন তিনি। সেখানে আরও একটি বিয়ে করে বলে খবর পান প্রথম স্ত্রী।
নিহতের  স্কুল পড়ুয়া মেয়ে নিহা জানান, তার বাবা কয়েকদিন আগে বিদেশ থেকে এসেছে। তার মাকে ছাড়া আরও একটি বিয়ে করার বিষয় নিয়ে বাবা-মায়ের বাকবিতন্ডা হওয়ার কথা জানান।  একপর্যায়ে বাবা চা খেতে চাইলে মা চা বানিয়ে দেন। এ চা খাওয়ার পর বাবা অসুস্থবোধ করলে চা’য়ে কিছু মেশানোর অভিযোগ তুলে বাবা। মা সেটি অস্বীকার করে। পরে বাবাকে বিছানায় শুইয়ে দেয় মা।
নিহা আরও বলেন, এসময়ে আমি দুই দিন স্কুলে না যাওয়ায় মা আমাকে দরখাস্ত লিখতে যেতে বলে। আমি চলে যাই। পরে ফিরে এসে দেখি বাবা বিছানায় রক্তাক্ত পড়ে আছে,মা নাই।
পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনা দুটি তদন্ত করছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের লাশ বুঝিয়ে দেওয়া হবে।
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে একরাতে দুই খুন

দ্বিতীয় বিয়ের অভিযোগে হারুন হত্যা,ছিনতাইকারীর হাতে প্রাণ গেল  নূরুল কাদেরের 

আপডেট সময় : ০২:১৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
কক্সবাজার শহরে দ্বিতীয় বিয়ের অভিযোগ এনে স্বামী হারুনুর রশীদকে হত্যা করার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রী রহিমার বিরুদ্ধে। এ ঘটনার পর স্ত্রী পলাতক রয়েছে।
অপরদিকে নব বিবাহিত স্ত্রীকে নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে যান নুরুল কাদের। ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত হয়ে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
৯ জুন, রোববার, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলাতলী সমুদ্রসৈকতের বেলি হ্যাচারী পয়েন্টে নুরুল কাদের নামে এক হোটেল কর্মচারী তার নববিবাহিত স্ত্রীকে নিয়ে সমুদ্রে বেড়াতে যান। স্ত্রী তছলিমা বেগম জানান, কিছু বুঝে উঠার আগেই হঠাৎ ৪ জন ছিনতাইকারি এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার স্বামীকে। আর মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
কক্সবাজারের কলাতলীর তারকা মানের হোটেল বেষ্ট ওয়েস্টার্ন হ্যারিটেইজ এ একই সাথে কর্মরত ছিলেন এই নব দম্পতি।
নিহত নুরুল কাদের (২৩) চকরিয়া উপজেলার বড়ইতলী, ৪ নম্বর ওয়ার্ড উত্তরপাড়ার বাসিন্দা ইব্রাহীমের ছেলে।
অপর ঘটনাটি,  রাত ৮ টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় দ্বিতীয় বিয়ের অভিযোগ এনে স্বামী হারুনুর রশীদকে হত্যা করার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রী রহিমার বিরুদ্ধে। গত সপ্তাহখানেক আগে বিদেশ থেকে আসেন তিনি। সেখানে আরও একটি বিয়ে করে বলে খবর পান প্রথম স্ত্রী।
নিহতের  স্কুল পড়ুয়া মেয়ে নিহা জানান, তার বাবা কয়েকদিন আগে বিদেশ থেকে এসেছে। তার মাকে ছাড়া আরও একটি বিয়ে করার বিষয় নিয়ে বাবা-মায়ের বাকবিতন্ডা হওয়ার কথা জানান।  একপর্যায়ে বাবা চা খেতে চাইলে মা চা বানিয়ে দেন। এ চা খাওয়ার পর বাবা অসুস্থবোধ করলে চা’য়ে কিছু মেশানোর অভিযোগ তুলে বাবা। মা সেটি অস্বীকার করে। পরে বাবাকে বিছানায় শুইয়ে দেয় মা।
নিহা আরও বলেন, এসময়ে আমি দুই দিন স্কুলে না যাওয়ায় মা আমাকে দরখাস্ত লিখতে যেতে বলে। আমি চলে যাই। পরে ফিরে এসে দেখি বাবা বিছানায় রক্তাক্ত পড়ে আছে,মা নাই।
পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনা দুটি তদন্ত করছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের লাশ বুঝিয়ে দেওয়া হবে।