উৎপাদিত ফসলের ওপর অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে কৃষকদের আটটি সংগঠন।
খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রান্তিক চাষীদের উৎপাদিত ফসলের ওপর তিনটি প্রতিষ্ঠানের অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কৃষকদের আটটি সংগঠন।
সোমবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কয়েকশত কৃষক অংশ নেন।
এতে বক্তব্য রাখেন ফলদ বাগান সমিতির সভাপতি তরুণ আলো দেওয়ান, সম্পাদক ডা. জগৎ চাকমা, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সুলতান আহম্মেদ, মারমা ফলদ বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুর্শি মারমা, অনিমেষ চাকমা রিংকু ও সমির হোসনে সুজন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, উৎপাদিত আম, কাঠাল, লিচু, কলা ও মাল্টাসহ বিভিন্ন কৃষি পণ্যের ওপর পৌরসভা, বাজার ফান্ড ও পার্বত্য জেলা পরিষদ সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে চাঁদাবাজি ও অতিরিক্ত টোল আদায় করছে। এছাড়া জেলা থেকে অন্য জেলায় কৃষি পণ্য পাঠানোর ক্ষেত্রে এসএ পরিবহন অতিরিক্ত ফি আদায় করছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, আম বা ফলের ট্রাক খাগড়াছড়ি থেকে ফেনী বা চট্টগ্রামে পৌঁছতে টোল ও ট্যাক্সের নামে ১৫-১৮ হাজার টাকা আদায় করে। এছাড়া পথে পথে চাঁদাবাজির পরও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
অতিরিক্তভাবে টোল ও পরিবহন ফি আদায় বন্ধ করা না হলে টোল কেন্দ্রগুলো ঘেরাও করা হবে বলে প্রান্তিক কৃষকরা হুঁশিয়ারি দেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে কৃষকরা।
শিরোনাম
উৎপাদিত ফসলে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
-
হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি - আপডেট সময় : ০৪:৪৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
- ।
- 171
জনপ্রিয় সংবাদ

























