০২:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

নরসিংদীর শিবপুরে বাসা থেকে ডেকে নিয়ে আহমদুল কবির (৩৭) নামে এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতের কোন একসময় উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। সোমবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আহমদুল কবির বাড়ৈগাও গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
নিহতের ছোট ভাই লেলিন জানান, গতকাল রবিবার রাত ১২ টার দিকে কয়েকজন লোক এসে ভাইয়ের সাথে কথাবার্তা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। পরে সোমবার সকাল ৬টার দিকে শুনতে পাই আমার ভাইয়ের লাশ পরে আছে স্কুল মাঠে। পুর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমার ভাই কে হত্যা করা হয়েছে।
জানা যায়, বিগত ২০১৪ সালে নিহতের প্রতিবেশী চাচাতো ভাই জালাল ও খোরশেদ নামের আপন দুইভাইকে হত্যা করা হয়।  ওই মামলার সাক্ষী ছিলেন নিহত আহমদুল কবির।
খবর পেয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি জানান, ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

আপডেট সময় : ০৬:০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
নরসিংদীর শিবপুরে বাসা থেকে ডেকে নিয়ে আহমদুল কবির (৩৭) নামে এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতের কোন একসময় উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। সোমবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আহমদুল কবির বাড়ৈগাও গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
নিহতের ছোট ভাই লেলিন জানান, গতকাল রবিবার রাত ১২ টার দিকে কয়েকজন লোক এসে ভাইয়ের সাথে কথাবার্তা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। পরে সোমবার সকাল ৬টার দিকে শুনতে পাই আমার ভাইয়ের লাশ পরে আছে স্কুল মাঠে। পুর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমার ভাই কে হত্যা করা হয়েছে।
জানা যায়, বিগত ২০১৪ সালে নিহতের প্রতিবেশী চাচাতো ভাই জালাল ও খোরশেদ নামের আপন দুইভাইকে হত্যা করা হয়।  ওই মামলার সাক্ষী ছিলেন নিহত আহমদুল কবির।
খবর পেয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি জানান, ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।