০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায় করায় এক লক্ষ টাকা জরিমানা

গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায় করায় রংপুরে ইজারাদারকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ১৩ জুন বৃহ¯পতিবার বিকালে রংপুর মহানগরীর বুড়িরহাটের ইজারাদার শরিফুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃধা বলেন, প্রাণিস¤পদ মন্ত্রণালয়ের ¯পষ্ট নির্দেশনা রয়েছে গরুর হাটে বিক্রেতাদের কাছ থেকে কোনো হাসিল আদায় করা যাবে না। ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত হারে হাসিল আদায় করতে হবে। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বুড়িরহাটে অভিযান চালানো হয়। এসময় হাতেনাতে ধরে ফেলি ইজারাদারের লোকজন নির্ধারিত ফি ৪০০ টাকার পরিবর্ততে টাকা ৭০০ টাকা করে আদায় করছেন। পাশাপাশি নিয়ম না থাকলেও বিক্রেতাদের কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা আদায় করছেন। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আইন ২০০৯-এর ৩৯ এবং ৪০ ধারায় ইজারাদার শরিফুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদন্ড দেয়া হয়। পরে তিনি এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। ইজারাদার শরিফুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষ্যে গরুর হাটে হাসিল বেশি করে নেয়া হচ্ছিল। আমরাও নিচ্ছিলাম। রংপুর বিভাগীয় কমিশনারের অফিস সূত্রে জানা যায়, বিভাগের আট জেলার এক হাজার ৩০৩টি স্থায়ী এবং তিনশতাধিক অস্থায়ী গরুর হাট বসেছে।

জনপ্রিয় সংবাদ

রংপুরে গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায় করায় এক লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ১১:৩০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায় করায় রংপুরে ইজারাদারকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ১৩ জুন বৃহ¯পতিবার বিকালে রংপুর মহানগরীর বুড়িরহাটের ইজারাদার শরিফুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃধা বলেন, প্রাণিস¤পদ মন্ত্রণালয়ের ¯পষ্ট নির্দেশনা রয়েছে গরুর হাটে বিক্রেতাদের কাছ থেকে কোনো হাসিল আদায় করা যাবে না। ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত হারে হাসিল আদায় করতে হবে। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বুড়িরহাটে অভিযান চালানো হয়। এসময় হাতেনাতে ধরে ফেলি ইজারাদারের লোকজন নির্ধারিত ফি ৪০০ টাকার পরিবর্ততে টাকা ৭০০ টাকা করে আদায় করছেন। পাশাপাশি নিয়ম না থাকলেও বিক্রেতাদের কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা আদায় করছেন। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আইন ২০০৯-এর ৩৯ এবং ৪০ ধারায় ইজারাদার শরিফুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদন্ড দেয়া হয়। পরে তিনি এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। ইজারাদার শরিফুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষ্যে গরুর হাটে হাসিল বেশি করে নেয়া হচ্ছিল। আমরাও নিচ্ছিলাম। রংপুর বিভাগীয় কমিশনারের অফিস সূত্রে জানা যায়, বিভাগের আট জেলার এক হাজার ৩০৩টি স্থায়ী এবং তিনশতাধিক অস্থায়ী গরুর হাট বসেছে।