০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোগান্তি ছাড়াই স্বস্তিতে পারাপার হচ্ছে যাত্রী ও যানবাহন 

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজির হাট নৌ-রুট। এই রুটে আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষ ও যানবাহন পারাপারে সব প্রস্তুতি শেষ করেছে ঘাট কর্তৃপক্ষ। ঘাট প্রস্তুতসহ ঈদে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে একসঙ্গে কাজ করছে বিআইডাব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, পুলিশ ও প্রশাসনসহ সংশ্লিষ্টরা।
পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ বলেন , এবার ঈদে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট দুই নৌ রুট মিলে মোট ২২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হবে। এ ছাড়া উভয় রুটে ৩৩টি লঞ্চ চলাচল করবে। কিন্তু এখন পদ্মা সেতু চালু হওয়ার পর কোনো রকম ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পার হতে পারছে যাত্রী ও যানবাহন। এ ছাড়া ঘাট এলাকা এবং মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিপুলসংখ্যক পুলিশ কাজ করবে।
বিআইডাব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ বলেন, আসন্ন ঈদ সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উভয় পারের ঘাটগুলো ঠিক করা হচ্ছে। মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমাদের সহস্রাধিক পোশাকি ও শতাধিক সাদা পোশাকের পুলিশ থাকবে। রাস্তাঘাটে যাতে আমাদের গরুবাহী ট্রাক এবং নদীতে গরুবাহী ট্রলারগুলো নিরাপদে যেতে পারে সেদিকে যথাযথ নজর রয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, ঘাটে সার্বক্ষণিক মেডিকেল টিম থাকবে। এ ছাড়াও মলম পার্টি কিংবা কোনো অসাধু চক্র যাতে যাত্রীদের হয়রানি করতে না পারে, তার জন্য ঘাট ও মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল টিম নিয়োজিত থাকাসহ সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
জনপ্রিয় সংবাদ

ভোগান্তি ছাড়াই স্বস্তিতে পারাপার হচ্ছে যাত্রী ও যানবাহন 

আপডেট সময় : ০৪:৩২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজির হাট নৌ-রুট। এই রুটে আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষ ও যানবাহন পারাপারে সব প্রস্তুতি শেষ করেছে ঘাট কর্তৃপক্ষ। ঘাট প্রস্তুতসহ ঈদে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে একসঙ্গে কাজ করছে বিআইডাব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, পুলিশ ও প্রশাসনসহ সংশ্লিষ্টরা।
পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ বলেন , এবার ঈদে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট দুই নৌ রুট মিলে মোট ২২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হবে। এ ছাড়া উভয় রুটে ৩৩টি লঞ্চ চলাচল করবে। কিন্তু এখন পদ্মা সেতু চালু হওয়ার পর কোনো রকম ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পার হতে পারছে যাত্রী ও যানবাহন। এ ছাড়া ঘাট এলাকা এবং মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিপুলসংখ্যক পুলিশ কাজ করবে।
বিআইডাব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ বলেন, আসন্ন ঈদ সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উভয় পারের ঘাটগুলো ঠিক করা হচ্ছে। মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমাদের সহস্রাধিক পোশাকি ও শতাধিক সাদা পোশাকের পুলিশ থাকবে। রাস্তাঘাটে যাতে আমাদের গরুবাহী ট্রাক এবং নদীতে গরুবাহী ট্রলারগুলো নিরাপদে যেতে পারে সেদিকে যথাযথ নজর রয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, ঘাটে সার্বক্ষণিক মেডিকেল টিম থাকবে। এ ছাড়াও মলম পার্টি কিংবা কোনো অসাধু চক্র যাতে যাত্রীদের হয়রানি করতে না পারে, তার জন্য ঘাট ও মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল টিম নিয়োজিত থাকাসহ সব প্রস্তুতি নেওয়া হয়েছে।