০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধে অঙ্গীকার এবং ঈদ উৎসব  রাঙাতে ১০ টাকার হাট অনুষ্ঠিত   

কুড়িগ্রামে বাল্য বিয়ে বন্ধের অঙ্গীকার নিয়ে ঈদের উৎসব রাঙাতে দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের জন্য  ১০টাকার শাড়ি লুঙ্গীর হটের আয়োজন করেছে ফাইট আনটিল লাইট (ফুল)নামের একটি জনকল্যাণমুলক সামাজিক সংগঠন। ভবিষ্যতে পরিবার ও সমাজে বাল্য বিয়ে যাতে না হয় এমন শপথ নেন শতাধিক নারী-পুরুষ। পরে শপথ নেয়া ১২০জনের হাতে ১০টাকায় একটি শাড়ি,১০টাকায় একটি লুঙ্গী এবং দু টাকার  বিনিময়ে একটি ব্লাউজের পিস তুলে দেয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

শুক্রবার ১৪জুন বিকেলে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে ১০  টাকার হাটের আয়োজন করা হয়।এ হাটে লাল কলম হাতে নিয়ে  বাল্য বিয়ে বন্ধের অঙ্গীকার করেন হাটে আসা নারী পুরুষগণ। হাটে আসা ক্রেতাদের শপথ বাক্য পাঠ করান ভিতরবন্দ  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল  আলম শফি। এসময়  বাল্য বিবাহ কে দেখানো হয় লাল কলম। অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, ভিতরবন্দ ইউনিয়নের মহিলা ইউপি সদস্য শরিফা বেগম, ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের,শিক্ষক হাসান রানা, ফুল এর ম্যানেজার রবিউল, প্রোজেক্ট অফিসার ফজলুল করিম ফারাজি সহ প্রমূখ।ক্রেতা আকলিমা বেগম বলেন,জীবনে এমন হাটের নাম শোনোং নাই বাহে। হাটোত আসি বাল্য বিয়া বন্ধের শপথ করাইল হামার চেয়ারম্যান। হামরা আর বাল্য বিবাহ দিবার নই এবং গ্রারামোত হবার দিবারনই। শপথ করেয়া ১০টাকা দিয়া এখান শাড়ী পানু।ক্রেতা তছলিম উদ্দিন  হাতে একটি লঙ্গি দেখেয়া বলেন,মোর ৬৫ বছর বয়সেও এমন হাট দেখি নাই। আজকে জীবনের এই প্রথম হাটত আসনুং। এই হাট থেকে ১০টাকায় একটা লুঙ্গি কিননু। মার্কেট থেকে কিনবার গেলে ৩/৪ শ টাকা নাগিল হয়।ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শাফিউল আলম শফি বলেন, আজকে ফুল সংগঠনের আয়োজনে ১০টাকার হাট অনুষ্ঠিত হয়েছে। এর আগেও আমার ইউনিয়নে বেশকিছু সুন্দর প্রোগ্রাম করেছে তারা। আমি তার ইনোভেটিভ এ উদ্যোগকে সাদুবাদ জানাই।এবিষয়ে ফাইট আনটিল লাইট (ফুল)এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় সামাজিক সংগঠন  ফুল অসহায় বাবা-মা, মা ও শিশুর যত্নসহ সমাজ উন্নয়নে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে। এরই  ধারাবাহিকতা আজকের এ আয়োজন। এ হাটের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যারা এখানকার ক্রেতা হিসেবে এসেছেন প্রত্যেকে বাল্যবিবাহ বন্ধে শপথ নিয়ে ১০টাকায় শাড়ি,লুঙ্গী এবং ২ টাকায় ব্লাউজ কাপড় কিনেছেন। #

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধে অঙ্গীকার এবং ঈদ উৎসব  রাঙাতে ১০ টাকার হাট অনুষ্ঠিত   

আপডেট সময় : ০৪:৩৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

কুড়িগ্রামে বাল্য বিয়ে বন্ধের অঙ্গীকার নিয়ে ঈদের উৎসব রাঙাতে দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের জন্য  ১০টাকার শাড়ি লুঙ্গীর হটের আয়োজন করেছে ফাইট আনটিল লাইট (ফুল)নামের একটি জনকল্যাণমুলক সামাজিক সংগঠন। ভবিষ্যতে পরিবার ও সমাজে বাল্য বিয়ে যাতে না হয় এমন শপথ নেন শতাধিক নারী-পুরুষ। পরে শপথ নেয়া ১২০জনের হাতে ১০টাকায় একটি শাড়ি,১০টাকায় একটি লুঙ্গী এবং দু টাকার  বিনিময়ে একটি ব্লাউজের পিস তুলে দেয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

শুক্রবার ১৪জুন বিকেলে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে ১০  টাকার হাটের আয়োজন করা হয়।এ হাটে লাল কলম হাতে নিয়ে  বাল্য বিয়ে বন্ধের অঙ্গীকার করেন হাটে আসা নারী পুরুষগণ। হাটে আসা ক্রেতাদের শপথ বাক্য পাঠ করান ভিতরবন্দ  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল  আলম শফি। এসময়  বাল্য বিবাহ কে দেখানো হয় লাল কলম। অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, ভিতরবন্দ ইউনিয়নের মহিলা ইউপি সদস্য শরিফা বেগম, ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের,শিক্ষক হাসান রানা, ফুল এর ম্যানেজার রবিউল, প্রোজেক্ট অফিসার ফজলুল করিম ফারাজি সহ প্রমূখ।ক্রেতা আকলিমা বেগম বলেন,জীবনে এমন হাটের নাম শোনোং নাই বাহে। হাটোত আসি বাল্য বিয়া বন্ধের শপথ করাইল হামার চেয়ারম্যান। হামরা আর বাল্য বিবাহ দিবার নই এবং গ্রারামোত হবার দিবারনই। শপথ করেয়া ১০টাকা দিয়া এখান শাড়ী পানু।ক্রেতা তছলিম উদ্দিন  হাতে একটি লঙ্গি দেখেয়া বলেন,মোর ৬৫ বছর বয়সেও এমন হাট দেখি নাই। আজকে জীবনের এই প্রথম হাটত আসনুং। এই হাট থেকে ১০টাকায় একটা লুঙ্গি কিননু। মার্কেট থেকে কিনবার গেলে ৩/৪ শ টাকা নাগিল হয়।ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শাফিউল আলম শফি বলেন, আজকে ফুল সংগঠনের আয়োজনে ১০টাকার হাট অনুষ্ঠিত হয়েছে। এর আগেও আমার ইউনিয়নে বেশকিছু সুন্দর প্রোগ্রাম করেছে তারা। আমি তার ইনোভেটিভ এ উদ্যোগকে সাদুবাদ জানাই।এবিষয়ে ফাইট আনটিল লাইট (ফুল)এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় সামাজিক সংগঠন  ফুল অসহায় বাবা-মা, মা ও শিশুর যত্নসহ সমাজ উন্নয়নে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে। এরই  ধারাবাহিকতা আজকের এ আয়োজন। এ হাটের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যারা এখানকার ক্রেতা হিসেবে এসেছেন প্রত্যেকে বাল্যবিবাহ বন্ধে শপথ নিয়ে ১০টাকায় শাড়ি,লুঙ্গী এবং ২ টাকায় ব্লাউজ কাপড় কিনেছেন। #