বানারীপাড়ার সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আকনকে বর্নিল আয়োজনে বরণ করে উপজেলা ও পৌর ছাত্রদল। গত ১৫ই জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড্য. রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ২৬০ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি প্রদান করে। এদিকে সদ্য সাবেক সহ-সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক শামীম আকনকে পদোন্নতিতে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়।২০ই জুন বৃহস্পতিবার শামীম আকনকে বানারীপাড়ায় জঁমকালো আয়োজনে ফুলের শুভেচ্ছা প্রদান এবং আনন্দ মিছিল করে উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। শুভেচ্ছা বক্তব্যে শামীম আকন বলেন,আপনাদের দোয়াও ভালোবাসায় দুইবার আমি কেন্দ্রীয় ছাত্রদলের অংশ হলাম তবে আমার বেড়ে ওঠা এই বানারীপাড়ার মাটিতে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে নতুন করে পূর্ণাঙ্গ রূপে সাজানো হয়েছে। আর এই নব গঠিত কমিটিই আগামীর আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করবে ইনশাল্লাহ। এদিকে শামীম আকনকে কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে বানারীপাড়া বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। এছাড়াও উপজেলার বাইশারী ইউনিয়নের স্কুল মাঠে এবং স্থানীয় মহাসড়কে আনন্দ মিছিল ও স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
শিরোনাম
কেন্দ্রীয় ছাত্রদল নেতা শামীম আকনকে ফুলের শুভেচ্ছা সিক্ত করে বানারীপাড়া ছাত্রদল
-
বানারীপাড়া প্রতিনিধি - আপডেট সময় : ১০:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
- ।
- 120
জনপ্রিয় সংবাদ





















