যশোরের নওয়াপাড়ায় বিষধর সাপ রাসেল ভাইপার কামড়ে কোন শিশুর মৃত্যু হয়নি। এই মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে। সিভিল সার্জন অফিস গুজবের বিষয়টি নিশ্চিত করেছে। ফলে রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক না হওয়ার আহবান জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন।
জানা গেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি কক্সবাজারের পেকুয়ায় দুই বছর আগে মারা যাওয়া একটি শিশুর। সেই ছবি ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। যশোর জেলায় রাসেল ভাইপারের কামড়ে এখন পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি। এছাড়া অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বিষধর এই সাপের কামড়ে কোন শিশুর মৃত্যু হয়নি বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
২০২২ সালের ১৩ অক্টোবর একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়, কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীরপাড়ায় সাপের কামড়ে সাদেক মো. জিহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই প্রতিবেদনে ব্যবহৃত সাদেক মো. জিহানের ছবিটি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের অনেকে পোস্ট দিয়েছেন-যশোরের নওয়াপাড়ায় রাসেল ভাইপার সাপের কামড়ে শিশুটি মারা গেছে। এটি শেয়ার করে এক ধরণের আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।
এ বিষয়ে যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক বলেন, যশোরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। এখন পর্যন্ত এই জেলায় রাসেল ভাইপার সাপের অস্তিত্ব বা কামড়ে কেউ আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি। আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন তিনি।





















