১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে সাপের কামড়ে হাসপাতালে ২ জন

যশোরে বিষধর সাপের কামড়ে দুই জন অসুস্থ হয়েছেন। শনিবার রাতে সদর উপজেলার চাঁচড়া মৎস্য ভবনের পুকুর পাড় ও চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গায় ঘটনা দুটি ঘটে। অসুস্থরা হলেন চাঁচড়া ডালমিল এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী খাদিজা বেগম (৩৫) ও বাগডাঙ্গা গ্রামের হাফিজুর রহমানের ছেলে আহাদ আলী। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
খাদিজার স্বজনেরা জানিয়েছেন, খাদিজা চাচড়া মৎস্য ভবনে শ্রমিকের কাজ করেন। রাত সাড়ে ৭ টার দিকে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। এসময় মৎস্য ভবনের পুকুর পাড়ে আসলে একটি সাপ তার পায়ে কামড় দিয়ে চলে যায়। ঘটনাটি জানার সাথেই খাদিজাকে হাসপাতালে আনা হয়।
অসুস্থ আরেকজন আহাদ আলীর স্বজনেরা জানিয়েছেন, এশার নামায শেষে রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি ফিরছিলেন আহাদ। এ সময় রাস্তা থেকে একটি সাপ তার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। আহাদ বাড়ি গিয়ে ঘটনাটি পরিবারের লোকজনকে জানানোর পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক . শুভাশিষ রায় জানান,  কি সাপে কামড় দিয়েছে তা স্বজনেরা জানাতে পারেননি। তবে বিষধর সাপের কামড়ে তারা অসুস্থ বলে ধারণা করা হচ্ছে। ভর্তির পর তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
জনপ্রিয় সংবাদ

যশোরে সাপের কামড়ে হাসপাতালে ২ জন

আপডেট সময় : ০৪:১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
যশোরে বিষধর সাপের কামড়ে দুই জন অসুস্থ হয়েছেন। শনিবার রাতে সদর উপজেলার চাঁচড়া মৎস্য ভবনের পুকুর পাড় ও চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গায় ঘটনা দুটি ঘটে। অসুস্থরা হলেন চাঁচড়া ডালমিল এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী খাদিজা বেগম (৩৫) ও বাগডাঙ্গা গ্রামের হাফিজুর রহমানের ছেলে আহাদ আলী। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
খাদিজার স্বজনেরা জানিয়েছেন, খাদিজা চাচড়া মৎস্য ভবনে শ্রমিকের কাজ করেন। রাত সাড়ে ৭ টার দিকে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। এসময় মৎস্য ভবনের পুকুর পাড়ে আসলে একটি সাপ তার পায়ে কামড় দিয়ে চলে যায়। ঘটনাটি জানার সাথেই খাদিজাকে হাসপাতালে আনা হয়।
অসুস্থ আরেকজন আহাদ আলীর স্বজনেরা জানিয়েছেন, এশার নামায শেষে রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি ফিরছিলেন আহাদ। এ সময় রাস্তা থেকে একটি সাপ তার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। আহাদ বাড়ি গিয়ে ঘটনাটি পরিবারের লোকজনকে জানানোর পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক . শুভাশিষ রায় জানান,  কি সাপে কামড় দিয়েছে তা স্বজনেরা জানাতে পারেননি। তবে বিষধর সাপের কামড়ে তারা অসুস্থ বলে ধারণা করা হচ্ছে। ভর্তির পর তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।