গাজীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে জেলার পার্টি অফিস হয়ে ওঠা উৎসবমুখর।
এতে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। আরো উপস্থিত ছিলেন, সিমির হোসেন রিমি, সংসদ সদস্য গাজীপুর ৫,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইকবাল হোসেন সবুজ, গাজীপুর ৪ সংসদ সদস্য এম আখতারুজ্জামান, সহ জেলা উপজেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা, ৭৫ বছরের আওয়ামী লীগের সাথে ইতিহাসের সম্পর্ক নিয়ে কথা বলেন। বাংলার ইতিহাস সৃষ্টিকারী ও মুক্তিযুদ্ধের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তৃণমূলের সকল নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান।





















