মানিকগঞ্জে আওয়ামী লীগের ৭৫ তম প্লাটিনাম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। রবিবার সকালে মানিকগঞ্জ বিজয় মেলা মাঠ থেকে রেলি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় পার্টি অফিসে শেষ হয়। এতে মানিকগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ আওয়ামী লীগের ৭৫ তম প্লাটিনাম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে ৭৫টি ঘোড়ার গাড়ি,৭৫টি ব্যান্ড পার্টি ও ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড দিয়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। মানিকগঞ্জ ১ আসনে তিন উপজেলার ২০ হাজার নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণ এই রেলিতে অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম খান,শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান মো শফিকুল ইসলাম, মানিকগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও সালাউদ্দিন মাহমুদ জাহিদ ভাইয়ের পিএস মো জুয়েল রানা, ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল,
























