আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষীকিতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন । সংগ্রাম সংকল্প সতত শপথে জনগণের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে ব্যাপক কর্মসূচি পালন করা হয়। এ সব কর্মসূচির মধ্যে সকাল ১০টায় ফুলবাড়িয়াস্থ কুটুম বাড়ি কনভেনশন সেন্টারের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত।
সোয়া ১০ টায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা, পরে কুটুম বাড়ি কনভেনশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস।এ ছাড়াও বক্তব্য রাখেন, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়েজ উদ্দিন তরফদার, মুমিনুল ইসলাম হযরত,, অধ্যাপক আবুল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ, উপদেষ্টা মন্ডলীর সদস্য বাবু সুকুমার চক্রবর্তী, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন, প্রচার ও প্রকাশনা খাইরুল ইসলাম, সাইদুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুইস সুপ্রভাত জেংচাম, সহ প্রচার সম্পাদক জয়নাল আবেদীন মন্ডল, সদস্য এস এম ইব্রাহিম, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সঙ্গীতা রানী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বকর ছিদ্দিক, বাক্তার সভাপতি মঞ্জুরুল হক, রাঙ্গামাটিয়ার সভাপতি কামরুজ্জামান দুলাল, দেওখোলার আহবায়ক এম এ হান্নান, ভবানীপুরের চেয়ারম্যান জবান আলী, দেওখোলার চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন নীশি, রাধাকানাইয়ের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, দেওখোলার যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, মাহবুবুল কাদের মাসুম, ফুলবাড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, বাক্তার সাধারণ সম্পাদক নাজমুল হক সোহেল, রাঙ্গামাটিয়ার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কালাদহের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, এনায়েতপুরের সাধারণ সম্পাদক আমছর আলী, নাওগাওয়ের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল, ফারুক আহমেদ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুজন রতন দে, জাহাঙ্গীর আলম, তাতীলীগের আহবায়ক চান মিয়া। বক্তারা বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। এর পর থেকে আওয়ামী লীগের দায়িত্ব পালনকালীন সময়ে জাতির জনক বঙ্গবন্ধু সহ জাতীয় পর্যায়ে এবং ফুলবাড়িয়ায় নিহত ও আত্নহুতি দেয়া সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী চিন্তা চেতনায় ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পুরনে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে বার বার ষড়যন্ত্র হচ্ছে।
এ জন্য তৃনমূলকে আরো সংগঠিত হতে হবে। আদর্শ নিয়ে রাজনীতি করতে হবে। নানা সময়ে বিভ্রান্ত হওয়া সকলকে আওয়ামী লীগের আদর্শের সাথে যুক্ত হওয়ার আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার এবং ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অফিস দখল, ষড়যন্ত্র করে আওয়ামী লীগ করা যায় না। জনগণকে ভালবাসতে হবে এবং তাদেরকে সম্মান করে আওয়ামী লীগ করতে হবে। ফুলবাড়িয়ায় আওয়ামী লীগ একটি কালো অধ্যায়ের মধ্যে পড়েছিল। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় মাত্র ৬ মাসের মধ্যে আবারো ফুলবাড়িয়া আওয়ামী লীগ পুর্বের জায়গায় ফিরে এসেছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এ জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামী লীগের মুল শ্রুতে ফিরে আসতে হবে।





















