আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্টা বার্ষিকী ও ‘প্লাটিনামজয়ন্তী’ উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের তিনদিনের বর্ণাঢ্য অনুষ্ঠান মালার তৃতীয় ও সমাপনী দিনে বৃক্ষ রোপনের মাধ্যমে সমাপ্তি হলো।
আজ ২৫ জুন, মঙ্গলবার বেলা ১২টায়, কস্তুরাঘাট নতুন ব্রিজের গোলচত্বরে দলের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ‘সবুজ ধরিত্রী’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। সাধারণ সম্পাদক সাবেক মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগ,যুবলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দরা বৃক্ষরোপণ করেন।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে হলে সবুজ বনায়নের বিকল্প নেই। তার এই আলোকে কক্সবাজার জেলা আওয়ামী লীগ প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ‘সবুজ ধরিত্রী’ কর্মসূচির আওতায়, বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে, মাসব্যাপী এই কে কর্মসূচি চলবে।
গত ২৩ জুন, রোববার, বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তিনদিনের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন শুরু হয়ে বৃক্ষ রোপনের মাধ্যমে সমাপ্তি হয়।





















