নেত্রকোনা জেলার পুলিশের শ্রেষ্ঠ সার্কেল এএসপি (সহকারী পুলিশ সুপার) নির্বাচিত হয়েছেন দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাছ আলী। আইন শৃঙ্খলার বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ সভায় মোহাম্মদ আক্কাছ আলীকে এই সম্মাননা দেয়া হয়। নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ তাকে কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর সার্কেলের দুই থানা (দুর্গাপুর ও কলমাকান্দা ) এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, বিভিন্ন অপরাধের রহস্য উদঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য তাকে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে এবং সম্মাননাও দেওয়া হয়েছে।
এএসপি মোহাম্মদ আক্কাছ আলী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করে বলেন, দুর্গাপুর ও কলমাকান্দা থানার ওসি, পুলিশ পরিদর্শক সহ সকল অফিসারদের পেশাদারিত্ব ও জনগণের সেবায় নিরলস পরিশ্রমের কারণেএ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলাকে মাদক ও চোরাচালান রোধ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলে পুলিশকে সহযোগিতার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

























