ইমাম-খতিব-মোয়াজ্জিন ও খাদেম সাহেবানদের স্বেচ্ছাসেবী সংগঠন শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার তরবিয়াত মাহফিল ও কাউন্সিল অনুষ্ঠিত। বুধবার সকালে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ তরবিয়াত মাহফিল ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
মহতি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আতিক উল্লাহ বিন রাফিক, কেন্দ্রীয় ত্রাণবিষয়ক সম্পাদক মুফতি আনাস আল-আমিনী, মুফতি রফিকুল ইসলাম সরদার, সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মাওলানা মাসুম আহমদ,সাধারণ সম্পাদক মুফতি জামিল মাসরুর, মাওলানা আজিজুল্লাহ শরীফ,মাওলানা জাকারিয়া আহমদ, হাফিজ মাওলানা নাজিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন,নিজপাট মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হামিদ, মুফতি সাঈদ আহমদ,মাওলানা আব্দুল মুসাব্বির,মাওলানা আব্দুস সালাম,মাওলানা মিসবাহ উদ্দিন ইউসুফী,মাওলানা শরীফ উদ্দিন শফী, উপজেলা ভাইসচেয়ারম্যান সাহাদ উদ্দিন সাদ্দাম, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম প্রমুখ।
কাউন্সিলে মাওলানা মুশতাক আহমদকে সভাপতি ও মাওলানা আলী আহমদকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য, ‘ঐক্যবদ্ধ মিম্বর,আলোকিত সমাজ’ এই শ্লোগানকে সামনে রেখে সেচ্ছাসেবী এ সংগঠনটি তার কর্মগুণে ইতোমধ্যে দেশজুড়ে বেশ সাড়া ফেলেছে।





















