কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়া ইউনিয়নের পরানপুর গ্রামে অতর্কিত সন্ত্রাসী হামলায় লন্ডভন্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পরানপুরের যুব সমাজের উদ্যোগে ঈদ পরবর্তী প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজিত করা হয়। গত ২৩ জুন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কতিপয় সন্ত্রাসী অতর্কিত ভাবে আক্রমণ চালায়। এতে অনুষ্ঠানটি মুহূর্তের মধ্যে পণ্ড হয়ে যায়।
সূত্র জানায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ঠিক সেই মুহূর্তেই কতিপয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি দিয়ে মঞ্চে আক্রমণ করে। অনুষ্ঠানে উপস্থিত থাকা সাধারণ মানুষের উপরও হামলা চালায় এই সন্ত্রাসী বাহিনী। জানা যায়, সন্ত্রাসীরা উক্ত গ্রামের মাসুদ মেম্বারের ভাতিজা ফাহাদ (২৫) ও ফরহাদ (২৭)। স্থানীয় সূত্রে জানা যায়, পরানপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের শুরু থেকেই তারা বিরোধ পোষণ করে আসছিল। যদিও তাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। টুর্নামেন্ট শুরুর দিকে খেলার ম্যানেজমেন্টের কাছে চাঁদা চেয়ে ব্যর্থ হয় তারা। তার জের ধরেই মূলত টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আক্রমনাত্মক হামালা চালায়।

পরে পরানপুর গ্রামবাসীর পক্ষে বাদী হয়ে এলাকার ১০-১২ জন গত ২২ জুন কুমিল্লার মনোহরগঞ্জ থানায় একটি সাধারণ অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে ফাহাদ, ফরহাদ, মাসুদকে বিবাদী করা হয়। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো গ্রামবাসী।
স্থানীয়রা সন্ত্রাসীদের নানা অত্যাচার থেকে মুক্তি পেতে এলাকাবাসী স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করছে। সন্ত্রাসীদের ভয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে এবং তারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের প্রত্যাশা করছে।





















