ফরিদপুরের বোয়ালমারীতে কৈশোর মেলা-২০২৪ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর থেকে গভীররাত অবধি বোয়ালমারী সরকারি কলেজ মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় কৈশোর কর্মসূচি বাস্তবায়ন করছে-বেসরকারি সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)। কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে সংস্থাটি । এতে উপজেলার পৌরসভাসহ ১০ টি ইউনিয়নের ১৯৮ টি কিশোর-কিশোরী ক্লাবের সদস্য কিশোর কিশোরীরা অংশগ্রহণ করে।
এসডিসি সিনিয়র সহকারী পরিচালক (অডিট ও মনিটরিং) খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে ও সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়ক প্রসেনজিৎ পালের সঞ্চালনায় কৈশোর মেলায় প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাহিদ আল রাকিব, সহকারী পরিচালক কাজী হাসান ফিরোজ, পরিচালক অপারেশন খন্দকার হামিদুল ইসলাম সোহাগ, কৈশোর কর্মসূচির সমন্বয়ক শাহিনা আক্তারসহ সংস্থাটির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কৈশোর মেলায় স্বাস্থ্য, ক্রীড়াও সাংস্কৃতিক, নিরাপদ খাদ্য, বাল্যবিবাহ, বয়ঃসন্ধিকালীন সমস্য, নিরাপদ পানি, নিরাপদ মাতৃত্ব,, নিরাপদ ঋতুচক্র, স্তন ও জরায়ু ক্যানসার, লাইব্রেরিসহ নানা সচেতনতামূলক ইভেন্টে ১৬টি স্টল অংশ গ্রহণ করে। এ সময় স্বরচিত কবিতা লেখা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ স্টল এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।





















