০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জ এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ। সামিরা আক্তার (৫)পিতা-দেলোয়ার হোসেন মাতা -দিলরুবা বেগমএ অভিযোগ আনেন। শিশুটির পরিবার কালিগঞ্জ উপজেলার বড়গাঁ এলাকায় বসবাস করেন । আটক এক জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন শিশুটির মা  অভিযোগ তো সেই ধর্ষক এর নাম মোশারফ হোসেন বয়স (৪২) মোশারফ কালিগঞ্জ উপজেলার বড়গা গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

সূত্রে জানা যায়, মোশারফ আর সামিরার সম্পর্ক কিন্তু ছোটবেলা থেকেই প্রতিবেশি নানা নাতনি, প্রতিদিনকার মতোই কিন্তু নাতনি কে মোশারফ কোলে করে আদর স্নেহ করে নিয়ে যান, কিন্তু আজকে নিয়ে  গেলেন অছৎ উদ্দেশ্য ২৩ জুন,রবিবার সন্ধ্যা সাড়ে ছয় টায় নিয়ে যান মোশারফ এর বাড়ির পাশের একটি জঙ্গলে সেখানে নিয়ে  অমানবিক নির্যাতন করে ধর্ষণ করে ছোট্ট শিশু সামিরা কে, এ’বিষয়ে শিশুটির মা জানিয়েছেন প্রতিদিনকার মতো আমার মেয়েকে নিয়ে খেলা ধুলো করেন মোশারফ  এক ঘন্টা দেড় ঘন্টা খেলা ধুলো করেন কিন্তু আজকে আধা ঘণ্টার মাতায় মেয়ে কে নিয়ে চলে আসছেন মোশারফ অন্য দিন মেয়ে কে কোলে করে এনে দিয়ে যান, কিন্তু আজকে মেয়ে কে  হেটে নিয়ে আসছেন মেয়ের হাটা দেখে মেয়ে কে কোলে নেই আমি, মেয়ে কে কোলে নিতেই মেয়ে আমাকে বলে নানু আমার সাথে খারাপ কাজ করেছে মেয়ের এমন কথা শুনে আমি অবাক হয়ে যাই তখন আমি মোশারফ কে বলি আমার মেয়ের সঙ্গে আপনি কি করেছে তখন মোশারফ চুপ করে থাকেন পারে আমি দেখি আমার মেয়ের তল পেটের নিচ দিয়ে রক্ত পড়ে তখন আমি চিতকার দেই আমার চিতকার শুনে পাড়া প্রতিবেশী এগিয়ে এসে মোশারফ কে আটক করেছে পরে আমি মেয়ে কে, শহিদ তাজ উদদীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি।

এ’বিষয়ে স্থানীয় এলাকাবাসী জানান এই কুলাঙ্গার মোশারফ কে যেন কঠিন শাস্তি দেওয়া হয় যাতে মোশারফের শাস্তি দেখে আর কেউ যেন ধর্ষণ করার চেষ্টা না করতে পারে। কালিগঞ্জ থানা থেকে বলা হয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে,।একজনকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ০৪:৪৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

গাজীপুরের কালীগঞ্জ এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ। সামিরা আক্তার (৫)পিতা-দেলোয়ার হোসেন মাতা -দিলরুবা বেগমএ অভিযোগ আনেন। শিশুটির পরিবার কালিগঞ্জ উপজেলার বড়গাঁ এলাকায় বসবাস করেন । আটক এক জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন শিশুটির মা  অভিযোগ তো সেই ধর্ষক এর নাম মোশারফ হোসেন বয়স (৪২) মোশারফ কালিগঞ্জ উপজেলার বড়গা গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

সূত্রে জানা যায়, মোশারফ আর সামিরার সম্পর্ক কিন্তু ছোটবেলা থেকেই প্রতিবেশি নানা নাতনি, প্রতিদিনকার মতোই কিন্তু নাতনি কে মোশারফ কোলে করে আদর স্নেহ করে নিয়ে যান, কিন্তু আজকে নিয়ে  গেলেন অছৎ উদ্দেশ্য ২৩ জুন,রবিবার সন্ধ্যা সাড়ে ছয় টায় নিয়ে যান মোশারফ এর বাড়ির পাশের একটি জঙ্গলে সেখানে নিয়ে  অমানবিক নির্যাতন করে ধর্ষণ করে ছোট্ট শিশু সামিরা কে, এ’বিষয়ে শিশুটির মা জানিয়েছেন প্রতিদিনকার মতো আমার মেয়েকে নিয়ে খেলা ধুলো করেন মোশারফ  এক ঘন্টা দেড় ঘন্টা খেলা ধুলো করেন কিন্তু আজকে আধা ঘণ্টার মাতায় মেয়ে কে নিয়ে চলে আসছেন মোশারফ অন্য দিন মেয়ে কে কোলে করে এনে দিয়ে যান, কিন্তু আজকে মেয়ে কে  হেটে নিয়ে আসছেন মেয়ের হাটা দেখে মেয়ে কে কোলে নেই আমি, মেয়ে কে কোলে নিতেই মেয়ে আমাকে বলে নানু আমার সাথে খারাপ কাজ করেছে মেয়ের এমন কথা শুনে আমি অবাক হয়ে যাই তখন আমি মোশারফ কে বলি আমার মেয়ের সঙ্গে আপনি কি করেছে তখন মোশারফ চুপ করে থাকেন পারে আমি দেখি আমার মেয়ের তল পেটের নিচ দিয়ে রক্ত পড়ে তখন আমি চিতকার দেই আমার চিতকার শুনে পাড়া প্রতিবেশী এগিয়ে এসে মোশারফ কে আটক করেছে পরে আমি মেয়ে কে, শহিদ তাজ উদদীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি।

এ’বিষয়ে স্থানীয় এলাকাবাসী জানান এই কুলাঙ্গার মোশারফ কে যেন কঠিন শাস্তি দেওয়া হয় যাতে মোশারফের শাস্তি দেখে আর কেউ যেন ধর্ষণ করার চেষ্টা না করতে পারে। কালিগঞ্জ থানা থেকে বলা হয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে,।একজনকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান।