মাদারীপুর জেলা শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় মারাত্মক জখম হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হুমায়ুন খলিফা (৬৮) নামের এক ব্যক্তি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। গত (২৪ জুন) সোমবার উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের মালের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিবচর থানায় মামলা দায়েরের পর ১ নং আসামী নজরুল খলিফাকে গ্রেফতার করেছেন শিবচর থানা পুলিশ।
আহত হুমায়ুন খলিফা দ্বিতীয় খন্ড মালের কান্দি গ্রামের মৃত আবদুল করিম খলিফার ছেলে। এ ঘটনায় আহতের ভাই মোঃ মোতালেব খলিফা বাদী হয়ে ২৫ জুন রাতেই শিবচর থানায় একটি মামলা দায়ের করেন।
জানা গেছে, ২৪ জুন সকাল ৯ ঘটিকার সময় তার নিজ এলাকায় একটি ওঠান বৈঠক সালিশিতে বসেন। সালিশি শেষে দুপক্ষের মধ্যে কথার কাটাকাটি হয়, এসময় আগে থেকে ওৎ পেতে থাকা নজরুল খলিফা ও তার ভাই মিনাল খলিফা বিল্লাল খলিফা এবং মিনাল খলিফার ছেলে মেহেদী খলিফা, ২ নং আসামী মিনাল খলিফা হুকুম দেলে ৮ থেকে ১০ জন লোক তাদের হাতে থাকা রামদা, ছেনদা,বাঁশের লাঠি, হাতে নিয়া রাস্তার উপর পাইয়া এলোপাথাড়ী ভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এতে হুমায়ুন খলিফা গুরুতর আহত হয়ে সেখানে পরে থাকেন। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মামলা দায়েরের পর তার ভাইসহ পরিবারের অন্যদের নানা হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও প্রতিপক্ষের লোকজন সালিশ মানতে নারাজ। তারা জোর করে মৃত, আবদুল করিম খলিফার জমি দখলের চেষ্টা করছে দীর্ঘদিন ধরে।
আহত হুমায়ুন খলিফার ভাই মোফাজ্জল হোসেন খলিফা বলেন,’আমার বড় ভাইকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে। ভাইয়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে এমন ভাবে কুপিয়েছে যে আর মাথা ঠিক হবে কিনা জানি না। আমরা এই নৃশংস ঘটনার দৃষ্টান্ত মূলক বিচার চাই।
শিবচর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সেলিম রেজা বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান চলছে।





















