কিশোরগঞ্জে যাত্রীবাহী একটি বাস উল্টে ৬ জন আহত হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা অন্যনা পরিবহনের একটি বাস শনিবার দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পাকুন্দিয়া উপজেলা মাইজহাটি এলাকায় এসে উল্টে যায়।এতে ৬ জন বাস যাত্রী আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
কটিয়াদী হাইওয়ে থানার সাবইন্সপেক্টর মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ওই স্থানে এসে উল্টে যায়। ধারণা করা হচ্ছে বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিলো তাই বাসটি হয়তো উল্টে গেছে।কয়েকজন সামান্য আহত হয়েছে।





















