১১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভরাট হয়ে যাচ্ছে দাগনভূঞার দাদনার খাল, দেখার কেউ নেই 

দাদনার খাল দাগনভূঞা উপজেলার একটি গুরুত্বপূর্ন খাল। এখাল উপজেলার দক্ষিণাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে ও কৃষিখাতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। কিন্তু এ খাল এখন মৃতপ্রায়। দাগনভূঞা বাজারে গৌখানার ময়লা ও আশপাশ্বের আবর্জনা এসে দাদনার খালের পৌরসভার অংশ ভরাট হয়ে যাচ্ছে। যার কারনের বর্ষা মৌসুমে উপজেলার দক্ষিনাঞ্চলে জলাবদ্ধতার চরম আকার ধারন করে এবং কৃষকের শত শত একর জমির ফসল, ঘরবাড়ি, মৎস প্রকল্প ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
প্রায় ২শত বছরের পুরনো ৮ কিলোমিটার দৈর্ঘ্য খালটির উৎপত্তিস্থল দাগনভূঞা সদর উইনিয়নের মুন্সিবাড়ীর দরজা এলাকা । খালটি দাগনভূঞা বাজার , মকবু্লের টেক হয়ে নোয়খালীর কোম্পানিগন্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন ও মেহেরুন্নেসা ইউনিয়নের ডাকাতিয়া নদী শাখা (বর্তমান মাতুভূঞা খালের শুরু) খালটিতে পতিত হয়েছে। ৮ কিলোমিটার খালের মধ্যে প্রায় ৩ কিলোমিটার দখলে ও ময়লা্ আর্বজনায় দূষিত হয়ে দাগনভূঞা পৌরবাসীর নানাবিধ অসুবিধা,ডেঙ্গু, মেলিরিয়া ও ডায়রিয়াসহ নানানরকমের রোগের উৎপত্তিস্থলে পরিণত হয়েছে।
খালটি এখনই সংস্কার করা না হলে দাগনভূঞা দক্ষিনাঞ্চলের মানুষের ও দাগনভূঞা পৌরবাসীর ক্ষয়ক্ষতির পরিমান চরম আকার ধারন করবে। তাই যত দ্রুত সম্ভব খালটি সংস্কারের দাবি জানান স্থানীয়রা।
জনপ্রিয় সংবাদ

ভরাট হয়ে যাচ্ছে দাগনভূঞার দাদনার খাল, দেখার কেউ নেই 

আপডেট সময় : ০৪:৩৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
দাদনার খাল দাগনভূঞা উপজেলার একটি গুরুত্বপূর্ন খাল। এখাল উপজেলার দক্ষিণাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে ও কৃষিখাতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। কিন্তু এ খাল এখন মৃতপ্রায়। দাগনভূঞা বাজারে গৌখানার ময়লা ও আশপাশ্বের আবর্জনা এসে দাদনার খালের পৌরসভার অংশ ভরাট হয়ে যাচ্ছে। যার কারনের বর্ষা মৌসুমে উপজেলার দক্ষিনাঞ্চলে জলাবদ্ধতার চরম আকার ধারন করে এবং কৃষকের শত শত একর জমির ফসল, ঘরবাড়ি, মৎস প্রকল্প ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
প্রায় ২শত বছরের পুরনো ৮ কিলোমিটার দৈর্ঘ্য খালটির উৎপত্তিস্থল দাগনভূঞা সদর উইনিয়নের মুন্সিবাড়ীর দরজা এলাকা । খালটি দাগনভূঞা বাজার , মকবু্লের টেক হয়ে নোয়খালীর কোম্পানিগন্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন ও মেহেরুন্নেসা ইউনিয়নের ডাকাতিয়া নদী শাখা (বর্তমান মাতুভূঞা খালের শুরু) খালটিতে পতিত হয়েছে। ৮ কিলোমিটার খালের মধ্যে প্রায় ৩ কিলোমিটার দখলে ও ময়লা্ আর্বজনায় দূষিত হয়ে দাগনভূঞা পৌরবাসীর নানাবিধ অসুবিধা,ডেঙ্গু, মেলিরিয়া ও ডায়রিয়াসহ নানানরকমের রোগের উৎপত্তিস্থলে পরিণত হয়েছে।
খালটি এখনই সংস্কার করা না হলে দাগনভূঞা দক্ষিনাঞ্চলের মানুষের ও দাগনভূঞা পৌরবাসীর ক্ষয়ক্ষতির পরিমান চরম আকার ধারন করবে। তাই যত দ্রুত সম্ভব খালটি সংস্কারের দাবি জানান স্থানীয়রা।