ঢাকা জেলা সাভারের মজিদপুর এলাকায় একটি ডুপ্লেক্স বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যাওয়ার সময় ওই বাড়ির মালিকের ব্যবহৃত একটি প্রাইভেটকারে করে পালিয়ে যায় ডাকাতদলটি।
সোমবার (১ জুলাই) বেলা ১১টার দিকে এসব তথ্য জানান লুট হওয়া ওই বাড়ির মালিক ভুক্তভোগী রফিকুল ইসলাম।
এর আগে রাত আড়াইটার দিকে সাভার উপজেলার মজিদপুর এলাকার জমিদার বাড়ি সংলগ্ন রফিকুল ইসলামের ডুপ্লেক্স বাড়ির গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে ডাকাতদল। রাত আড়াইটা থেকে প্রায় ৪টা পর্যন্ত দেড় ঘন্টা ধরে ওই বাড়িতে লুটপাট করে ডাকাতরা।
ভুক্তভোগী বাড়ির মালিক রফিকুল ইসলাম খান সবুজ বাংলা’র প্রতিবেদক নুর আলম সিদ্দিকী মানু’কে বলেন, গতকাল রাত আড়াইটার দিকে বাড়ির পেছনের বারান্দার গ্রিল কেটে পাঁচ থেকে ছয়জন ডাকাত সদস্য বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে চোখ, হাত-পা বেঁধে ফেলে ঘরের আলমারি ভেঙে বাড়িতে থাকা ২০ ভরি স্বর্ণালংকার লুট করে। বাড়িতে নগদ কোন টাকা না পেয়ে গ্যারেজে থাকা ব্যক্তিগত ব্যবহৃত এক্স করোলা ( ঢাকা মেট্রো গ-২৭১৮৭০ ) গাড়িটি নিয়ে পালিয়ে যায় । লুটকৃত মালামালের মুল্য প্রায় ৫০ লাখ টাকা হবে বলে তিনি আরও বলেন, ডাকাত দলের সদস্যরা মুখে গামছা বাঁধা ছিল। তাদের সাথে দু’টি পিস্তল ও বেশ কিছু দেশীয় অস্ত্র ছিল। বাইরে কতজন ছিল আমার জানা নেই। তবে ৫-৬ জন আমাদের ঘরে বাড়ির ভেতর প্রবেশ করেছিল।
এ ঘটনায় সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) শাহাজামান সবুজ বাংলা’কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। বাড়ী ডাকাতি হওয়ার খবর পাওয়ার পর পরই কয়েকটি টিম মাঠে কাজ করছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।





















