কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়। সোমবার ১লা জুলাই দুপুরে উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী কয়েকটি এলাকায় ঘুরে এসব খাবার সামগ্রী বিতরণ করেন রাজারহাট উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের আয়োজনে এসব প্যাকেজে ছিল মুড়ি চিড়া বিস্কুট খাবার স্যালাইন মোমবাতি ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট। এ পর্যায়ে তীরবর্তী এলাকা ও দুর্গম চর এলাকায় নৌকা যোগে দুইশত পঞ্চাশটি পরিবারের মাঝে এসব খাবার পৌঁছে দেওয়া হয়। এর আগে নদী ভাঙন কবলিত ও বানভাসি পরিবারে শুকনো খাবার ও চাল বিতরণ করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
এসব খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, কুড়িগ্রাম ২ আসনের এমপি’র প্রতিনিধি এরশাদুন নবী নবীন, উপজেলা ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার সুবর্ণা, জনস্বাস্থ্য প্রকৌশলী আরিফুল ইসলাম লাভলু স্থানীয় ইউপি সদস্য প্রমুখ।





















