জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রশিদপুর সাতআনা এলাকায় অভিযান চালিয়ে সেলিম হোসেন নামে এক ব্যাক্তির বাড়ীর ভেতর থেকে বিপুল পরিমানের যৌন উত্তেজক সিরাপের বোতল জিনসা ও আল্ট্রাটাস উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এসময় যৌন উত্তেজক সিরাপ চোরাচালান কারবারি সেলিম র্যাবের উপস্থিতি টের পেয়ে আগেই কৌশলে আত্ম গোপনে যান। সোমবার বিকেলে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, চোরাচালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে (৩০ জুন) র্যাবের একটি আভিযানিক দল পাঁচবিবি উপজেলার রশিদপুর সাতআনা এলাকায় অভিযান পরিচালনাকালীন সময়ে রশিদপুর সাতআনা গ্রামের মোঃ সেলিমের বসত বাড়ীতে উপস্থিত হলে বসত বাড়ীর মালিক সেলিম র্যাবের উপস্থিতি টের পেয়ে পূর্বেই কৌশলে আত্মগোপন করে। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীসহ স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে যে, পলাতক আসামী সেলিম ও একাই এলাকার শফিউল পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আসামী সেলিমের বসত বাড়ির ঘরে জিনসা ও আল্ট্রা টাচ নামক যৌন উত্তেজক সিরাপ কালোবাজারির মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ ও সংরক্ষন করে নিয়মিত পার্শ্ববর্তী দেশে পাচার করে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সেলিমের বসত বাড়ীর উত্তর দুয়ারী ঘরের ভেতরে তল্লাশী করে খাকী রংয়ের বড় কাগজের কার্টুন বক্স এ ছোট-বড় জিনসা ও আল্ট্রা টাচ নামক যৌন উত্তেজক ১৫,৫৫১ বোতল সিরাপ উদ্ধার করা হয়, যার সর্বমোট মূল্য-১২,৫২,৭৩৫/- টাকা বলে জানিয়েছে র্যাব।





















