ভোলা সদর উপজেলায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে-ক্যান্সার, কিডনি-লিভার সিরোসিস, স্টকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দুঃস্থ্য এবং অসহায় নারী-পুরুষ ২০ জন রোগীদের মধ্যে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরন করা হয়েছে।
বুধবার (২ জুলাই) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে-উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের অয়োজনে, উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ মিয়া প্রধান অতিথি থেকে এ চেক বিতরন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার সজল কুমার শীল, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার চেীধুরী, উপজেলা সমাজসেবা অফিসার বাহউদ্দিনসহ বিভিন্ন পদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















