০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় পাহাড়ধ‌সে দুইজ‌নের প্রাণহা‌নি 

ধারাবা‌হিক বৃ‌ষ্টির কারনে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধ্বসের ঘটনায় দুইজনের মৃত্যু হ‌য়ে‌ছে। প্রথম‌টি উখিয়ার বালুখালী জুমেরছড়া নামক এলাকায় পাহাড়ধ্বসের ফ‌লে মাটিচাপায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম সিফাত উল্লাহ(১৩)। সে নাইক্ষ্যংছড়ির উপ‌জেলা‌ধিন ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকার মো: আলমের ছেলে। মঙ্গলবার, রাত আড়াইটার দিকে ভারী বৃ‌ষ্টি‌তে এ ঘটনা ঘটেছে।

অপরদিকে একইরা‌তে বালুখালী ক্যাম্প-১১ এর মরাগাছ তলা নামক এলাকায় পাহাড়ধ্বসে আনোয়ার হোসেন(২১) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। বালুখালী জু‌মেরছড়ার রো‌হিঙ্গা ক‌্যাম্প ও‌য়েষ্ট ৮ ব্ল‌কের দিল মোহাম্মদের ছেলে ব‌লে জানা‌গো‌ছে। এছাড়াও মা‌সের ব‌্যাবধা‌নে ভারী বৃ‌ষ্টি জ‌নিত কার‌নে উখিয়ার রো‌হিঙ্গা ক‌্যা‌ম্পের পৃথক এলাকায় এ পর্যন্ত ১৪ জ‌নের মৃত‌্যু হ‌লো।

উখিয়া থানার অ‌ফিসার ইনচার্জ শামীম হোসেন জানান, ক্যাম্প ইনচার্জদের নির্দেশক্রমে প্রাণহা‌নি ঠেকা‌তে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের লার্নিং সেন্টারে ও এনজিও সংস্থার অফিসসহ সুবিধাজনক স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় পাহাড়ধ‌সে দুইজ‌নের প্রাণহা‌নি 

আপডেট সময় : ০৪:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪

ধারাবা‌হিক বৃ‌ষ্টির কারনে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধ্বসের ঘটনায় দুইজনের মৃত্যু হ‌য়ে‌ছে। প্রথম‌টি উখিয়ার বালুখালী জুমেরছড়া নামক এলাকায় পাহাড়ধ্বসের ফ‌লে মাটিচাপায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম সিফাত উল্লাহ(১৩)। সে নাইক্ষ্যংছড়ির উপ‌জেলা‌ধিন ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকার মো: আলমের ছেলে। মঙ্গলবার, রাত আড়াইটার দিকে ভারী বৃ‌ষ্টি‌তে এ ঘটনা ঘটেছে।

অপরদিকে একইরা‌তে বালুখালী ক্যাম্প-১১ এর মরাগাছ তলা নামক এলাকায় পাহাড়ধ্বসে আনোয়ার হোসেন(২১) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। বালুখালী জু‌মেরছড়ার রো‌হিঙ্গা ক‌্যাম্প ও‌য়েষ্ট ৮ ব্ল‌কের দিল মোহাম্মদের ছেলে ব‌লে জানা‌গো‌ছে। এছাড়াও মা‌সের ব‌্যাবধা‌নে ভারী বৃ‌ষ্টি জ‌নিত কার‌নে উখিয়ার রো‌হিঙ্গা ক‌্যা‌ম্পের পৃথক এলাকায় এ পর্যন্ত ১৪ জ‌নের মৃত‌্যু হ‌লো।

উখিয়া থানার অ‌ফিসার ইনচার্জ শামীম হোসেন জানান, ক্যাম্প ইনচার্জদের নির্দেশক্রমে প্রাণহা‌নি ঠেকা‌তে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের লার্নিং সেন্টারে ও এনজিও সংস্থার অফিসসহ সুবিধাজনক স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।