টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ট্রাকের সংর্ঘষে নারীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন। বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিল গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাসের সুপারভাইজার নীলফামারি জেলার ডিমলা উপজেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে মুগলী মিয়া (৩৫) ও একই উপজেলার রামডাঙ্গা গ্রামের দুলাল মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুরের ডিমলা থেকে ছেড়ে আসা অনিতা পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাসটি মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই মিল গেইট এলাকায় পৌছালে বিদ্যুৎতের খুটি বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হয়। এ ঘটনায় আহত দুই জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্থান্তর করা হয়েছে।





















