নওগাঁর মহাদেবপুরে ভুটভুটির সাথে ধাক্কা খেয়ে সিমুল হোসেন (৩২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ৩ জুলাই (বুধবার) বিকাল পৌনে ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত সিমুল হোসেন নওগাঁ সদর উপজেলার মধ্য দূর্গাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার পৌনে ৬ টার দিকে নিহত সিমুল হোসেন মোটরসাইকেল নিয়ে নওগাঁ থেকে নওহাটা মোড়ে আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেলে ভুটভুটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নওহাটা মোড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শিরোনাম
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
-
নওগাঁ প্রতিনিধি - আপডেট সময় : ০৯:৪০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- । অনলাইন সংস্করণ
- 111
জনপ্রিয় সংবাদ





















