ময়মনসিংহ ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা বাজারস্থ মসজিদ মার্কেট সূজন বস্ত্রালয়ের সামনে ফুলবাড়ীয়ার এমপির মদদ পুষ্ঠ জয়নাল আবেদীন গং রাজনৈতিক প্রতিহিংসায় ১৩ মে রাত ১০ টার দিকে স্থানীয় এনামুর রহমান রবি (৪৫) সজল (২৫) হৃদয় (৩০) ও আক্তার উল আলম শুভ (৩১) কে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে । ঘটনারপর স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । আক্তার উল আলম শুভর অবস্থা আশংকাজনক হলে তাকে ঢাকা রেফার্ড করা হয়। শুভকে ঢাকা ধানমন্ডি আনোয়ারা খান মর্ডান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে আইসিওতে রাখা হয়। শুভর অবস্থার অবনতি হলে তাকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হলে লাইফ সার্পোটে চিকিৎসাধীন অবস্থায় ২৭ মে ১৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে সকাল সাড়ে ৯ টায় শুভর মৃত্যু হয় । ঘটনার পরদিন গত ১৪ মে কে এম আতাউর রহমান বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ১৫ জন কে আসামী করে । ১৫ মে অভিযোগটি আমলে নেন ফুলবাড়ীয়া থানা ইনচার্জ।
ঘটনার সূত্রে জানা যায় গত এমপি নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী বিরোধের কারনে পূর্ব শত্রুতার কারনে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয় । এতে করে নৌকার পক্ষে কাজ করা স্বেচ্ছাসেবকলীক নেতা ফুলবাড়ীয়া উপজেলার সাধারন সম্পাদক এনামুর রহমান রবির উপর ক্ষিপ্ত ছিলেন স্বতন্ত্র বিজয়ী এমপি মালেক সরকার । গত ১৩ মে রাতে ফুলবাড়ীয়ার এমপির মদদ পুষ্ঠ জয়নাল আবেদীন গ্রুপের সন্ত্রাসীদল নির্বাচনী বিরোধে তাদের উপর পরিকল্পিত হামলা করে । হামলারপর গত ২৬ মে সুপ্রিমকোট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন প্রাপ্ত হন ৬ জন আসামী এবং ময়মনসিংহ বিচারাধীন আদালতে জামিন শেষ হওয়ার পূর্বেই হাজিরার নির্দেশনা দেন সুপ্রিমকোট। জামিনপ্রাপ্ত ১,২,৩,৮,৯,১২ নং আসামী যথাক্রমে জয়নাল আবেদীন, ফারুক, আরিফ, সাদ্দাম হোসেন, শাহজাহান ও মাহির মিশু ।
বৃহস্পতিবার ময়মনসিংহ চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মোমিনুল ইসলাম এর আদালতে ৬ জন আসামী হাজির হলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশদেন।





















