রুচিসম্মত খাবারের নামে মানুষ প্রতিনিয়ত বিষ খাচ্ছে। কিছু বছর আগেও, আঙ্গুরসহ ঝুলিয়ে রাখা বিভিন্ন প্রকারের ফলের দোকানে মাছি বসতো। এখন দেখা যায়, আঙ্গুর ফলে মাছি বসলে মারা যায়। কারণ খোজতে গিয়ে জানা যায়, অপঁচনশীল একজাতীয় রাসায়নিক দ্রবণ ফরমালিন পানির সাথে মিশিয়ে দোকানে রাখা ফল পঁচনও নষ্ট হচ্ছেনা, এবং এতে মাছিসহ অন্যান্য ভাইরাস বহনকারি কীটও বসছেনা। ক্রেতা সাধারনের অভিযোগ, লোভনীয় ফল কেনার নামে বিষ খেয়ে মানুষ বিভিন্ন রোগে অক্রান্ত হচ্ছে। সচেতনদের কেউ কেউ ফলমুল ঘরে নিয়ে পানিতে ভিজিয়ে রেখে খেলেও অধিকাংশ ক্রেতা তা মানছেনা। ফলে ভোক্তারা নিজের অজান্তে শারিরীকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
সরেজমিন পরিদর্শণে দেখাযায়, ফুতপাতে সারিসারি ফলের দোকান। যানবাহনোর ধুলাবালিতে একাকার হয়ে গেছে। লোভনীয় এ ফলের দোকানে ভীড় করছেন, দামদর হাঁকছেন। ফুতপাতের আলমগীর নামে নামের এক দোকানি অকপটে স্বীকার করলেন, তাদের ফল কীটনাশক মুক্ত। তাই ফল সবসময় তরতাজা থাকে। আবার কয়েকটি দেখা গেল পঁচাবাসি খেজুর বিক্রি হচ্ছে।
স্থানীয় সংবাদকর্মী হুমায়ুন কবির জুশান জানালেন, মৌসুমী ফলের দোকান থেকে লোভনীয় ফল কিনে মানুষকে নিয়মিত বিষ খাচ্ছে। প্রতক্ষদর্শী হাজি আবদুল মান্নানসহ একাধিক লোক জানান উখিয়া সদর, কোর্টবাজার, কুতুপালং, পালংখালী ও মরিচ্যা স্টেশনের খাবার ও ফলের দোকানগুলোতে স্বাস্থ্য ও জুডিশিয়ালী অভিযান পরিচালনা খুবই জরুরী। ফুতপাতে যেসমস্ত ভামমান খাবারের দোকান ও ফলমুলের পশরা রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবসা নেওয়া হোক।
উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা রঞ্জন বড়ুয়া জানায়, হাটবাজারে ভাসমান খাবার ও ফরমালিন যুক্ত ফলমুল খেয়ে মানষের শরীরে বিভিন্ন রোগ দেখা যাচ্ছে। গত রমজানেও খোলাবাজারে বিক্রিত খাবার খেয়ে ডায়রিয়াসহ অন্যান্য উপসর্গ নিয়ে আসা বহ অসুস্থ্য রোগী দেখা গেছে। এ বিষয়ে জনপ্রতিনিধি সহ স্থানীয় সচেতন মহলকে ভাবতে হবে। যাতে খোলা বাজারে বিক্রিত খাবারে মানুষে অনিহা সৃষ্টি হয়।
উখিয়া উপজেলা সহকারি কমিশনার ভুমি সালেহ আহমদ বলছেন, ফুট পাতে যাতে অখাদ্য কুখ্যাদ্য পঁচা বাসি ফলজ দ্রব্য বিক্রি করতে না পারে, সে ব্যাপারে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত কিছু দিন আগেও রাস্তারধারে ভাসমান খাবারসহ কয়েকটি হোটেলে অভিযান পরিচালনা ৪৫ হাজার টাকার মত জরিমানা করে তাদের ভবিষ্যত সতর্কতা অবলম্বনে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।





















