নওগাঁর সাপাহারে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ৭ জুলাই (রোববার) দুপুরে এ উপলক্ষে সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুদান বিতরণ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
অনুষ্ঠানে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৫০ জন শিক্ষার্থীকে দুই হাজার ৫শথ টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১০ জন শিক্ষার্থীকে ১০টি বাইসাইকেল ও ২৫ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ১৩ জন শিক্ষার্থীকে ৯ হাজার ৫শত টাকার করে মোট ৩ লক্ষ ৯৮ হাজার ৫ শত টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নঈমুদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ রেজা সারোয়ার,উপজেলা কৃষি অফিসার শাপলা খাতুন প্রমুখ।





















