বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পানি ও টানা নদীতে পানি বৃদ্ধির কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নসহ বেশ কিছু অঞ্চলে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। ভাঙ্গন রোধে নিজ অর্থায়নে বালুর বস্তা ফেললেন মানিকগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ ।
নদী ভাঙ্গন রোধে সোমবার বিকেলে নিহালপুর,ঝিকুটিয়া,সমেজঘড় সহ বেশকিছু গ্রামে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। নদী ভাঙ্গন রোদে তেওতা ইউনিয়নের ঝুঁকিপূর্ণ স্থানে নিজ অর্থায়নে বালুর বস্তা ফেলেন মানিকগঞ্জ ১ মাননীয় সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রথীন সাহা,তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন,যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার বিএম খোরশেদ, আনন্দ টেলিভিশন জেলা প্রতিনিধি দেবাশীষ ঘোষ জয়,মাই টিভি ও দৈনিক সবুজ বাংলার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ লিটন আহমেদ, দৈনিক জবাবদিহি পত্রিকার শিবালয় প্রতিনিধি মোহাম্মদ রনি মিয়া সহ যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় সাধারণ জনগণ। পরে তিনি ভাঙ্গন কবলিত অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী তুলে দেন।





















