গাজীপুরের কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ বাবু (২৪) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী কালীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড দেওপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান কালীগঞ্জ থানার এস আই মোঃইলিয়াস হোসেন ও এস আই মোঃআনোয়ার হোসেন পি পিএম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালীন দেওপাড়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ বাবুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় এস আই আনোয়ার হোসেন বাদী হইয়া আসামির বিরুদ্ধে মামলা রুজু করে মামলা নং ৮/৭/২৪, বুধবার আসামিকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।





















