বিশিষ্ট ভাস্কর্য শিল্পী বাবু ফনী দাসের স্মরণে নরসিংদী পৌর পরিষদের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌরসভা হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল।
স্মরণ সভায় বক্তারা বক্তব্যে প্রয়াত ভাস্কর্য শিল্পী বাবু ফনী দাসের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান,নরসিংদী পৌরসভার ১নং প্যানেল মেয়র নূর মোহাম্মদ খন্দকার পারভেজ,৪নং ওয়ার্ড কাউন্সিলার অনিল ঘোষ,৫নং ওয়ার্ড কাউন্সিলার সাইফুল ইসলাম ভুঁইয়া,৭ নং ওয়ার্ড কাউন্সিলার জহিরুল ইসলাম প্রমুখ।





















