কিছুতেই কিছু হচ্ছিল না। কোপা আমেরিকার ফাইনালে খেলার মূল সময়ে অনেক চেষ্টা করেও গোল করতে পারেনি আর্জেন্টিনা-কলম্বিয়া। অতিরিক্ত সময়েরও ২২ মিনিট শেষ হয়ে গেছে।
অবশেষে ১১২ মিনিটের মাথায় আর্জেন্টিনাকে গোল উপহার দিলেন লাউতারো মার্টিনেজ।
আর এতেই আর পিছে ফিরে তাকাতে হয়নি বিশ্বকাপজয়ী দলটির,মেসি ইনজুরিতে ভক্তরা চিন্তিত হয়ে পরলেও লাউতারো গোল দিয়ে দেখিয়ে দিলেন মেসি ছাড়াও আর্জেন্টিনা পারেন। এবারো জয় করে নিলেল কোপার জয়।

























