চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভৈরব উপজেলার শিক্ষার্থীদের ভৈরব স্টুডেন্ট’স এসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মনির হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী কাজী রোমান। সাংগঠনিক সম্পাদক ও অর্থ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাজীব মিয়া ও ফজলে রাব্বি।
গত রবিবার (৭ই জুলাই) সাংগঠনিক গতিশীলতা অব্যাহত রাখতে সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনা এই এসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন করা হয়।
কয়েক শতাধিক শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠন বরাবরই তাদের সক্ষম সচলতার প্রমাণ দিয়েছে। বিভিন্নভাবে সামাজিক, মানবিক ও বিশ্ববিদ্যালয়ের নানা কার্যক্রমে এই সংগঠনের অংশগ্রহণ সবসময়ই প্রশংসা কুড়িয়েছে।
এই ধারা অব্যাহত রাখতে, ২০২৩-২৪ কার্যকরী কমিটির কার্যকাল সমাপ্ত হওয়ায় বার্ষিক সভার আয়োজন করা, নতুন কমিটি ঘোষণা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামে ভৈরব সমিতির সাধারণ সম্পাদক এবং ভৈরব স্টুডেন্ট’স এসোসিয়েশনের উপদেষ্টা জনাব আহমেদ সোহেল। আরও উপস্থিত ছিলেন
বাংলাদেশ কাস্টমস অফিসার ও চট্টগ্রামের ভৈরব সমিতির সাহিত্য বিষয়ক সম্পাদক জনাব তারিকুজ্জামান পলিন,
জাতীয় নিরাপত্তা সংস্থার ডেপুটি ডিরেক্টর
জনাব রফিকুল ইসলাম, চট্টগ্রাম ভৈরব সমিতির সহ-সভাপতি জনাব নবী হোসেন, রাজস্ব পরিদর্শক জনাব জাকারিয়া হোসেন ও মো:গোলাম রাব্বানী, ভৈরব স্টুডেন্ট’স এসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্র উপদেষ্টাগণও।
এসময় উপস্থিত ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের সাংগঠনিক ভ্রাতৃত্ব ও পারস্পরিক মেলবন্ধন বজায় রাখতে নানা পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন।
এসোসিয়েশনের বর্তমান সভাপতি মো. মনির হোসেন বলেন, চবিতে শহীদ আমিনুল ইসলাম বকুল ভাইয়ের হাতে গড়া ভৈরব স্টুডেন্ট’স এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠনের উপদেষ্টামণ্ডলী এবং সাবেক কমিটির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সংগঠনের ধারাবাহিক কার্যক্রম বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো। যার জন্য উপদেষ্টা ও শিক্ষার্থীদের একান্ত সহযোগিতা কামনা করছি।


























