শেরপুরের নালিতাবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম মনির (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে গ্রেফতারকৃত মনিরুল ইসলাম মনিরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে ১৪ জুলাই রবিবার গভীর রাতে উপজেলার সমশ্চূড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনিরুল ইসলাম উপজেলার পশ্চিম সমশ্চূড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
জানা গেছে, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মনিরুল ইসলাম মনিরকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।





















